বিদ্যুৎ বিভাগকে সম্মাননা ক্রেস্ট প্রদান

২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে দ্বিতীয় স্থান অর্জন করায় বিদ্যুৎ বিভাগকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন এবং পরে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বিদ্যুৎ বিভাগসহ ৫২টি মন্ত্রণালয়/বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয় ২০২১ সালের ১৮ জুলাই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় বলেন, দ্বিতীয় স্থান আমাদের জন্য সন্তোষজনক নয়। আগামীতে অবশ্যই প্রথম স্থান অর্জন করতে হবে। দলগত প্রচষ্টা আরও সমন্বিত ও বেগবান করতে হবে।