রাতে হাসপাতালে থাকবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার (২৮ আগস্ট) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালের কেবিনেই থাকবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার মেডিকেল বোর্ড বসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছায়।
এ সময় খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আমিনুল হক, সাইফুল আলম নীরব, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতাকর্মীরা।
এর আগে দুপুরে ডা. জাহিদ বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।’
সবশেষ গত ২২ আগস্ট খালেদা জিয়াকে চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রাতেই তাকে বাসায় নিয়ে আসা হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের হৃদ্যন্ত্রের কয়েকটি পরীক্ষা; যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।