বিসিসির রাস্তায় বেড়া, ভোগান্তিতে ২০ পরিবার

সড়কের উপর বাঁশের বেড়া দিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে চাঁদাদাবীর অভিযোগ। বরিশাল সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড এর নজরুল সড়কের ২য় লেন শেখ রাসেল স্মৃতি সড়কের বাসিন্দা বেল্লাল হাওলাদারের নেতৃত্বে এ রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। এখন জন দূর্ভোগে পরেছে রাস্তাদিয়ে চলাচল করা ২০টি পরিবারের মানুষ।
মোর্সেদা আক্তার রানু জানান, ‘আমরা এখানে ২০টি পরিবার থাকি। এই একটাই রাস্তা আছে আমাদের চলাচলের জন্য। এই সড়কটি মেয়র হিরুন ভাইয়ের নেতৃত্বে নির্মান করা হয়েছিল। এই রাস্তা যতটুক জমির উপর তার সবটুকু এনিমি করা। কিন্তু এই বেল্লাল হাওলাদার তাঁর নিজের জমি বলে দাবি করে।
এলাকার বসিন্দা মো: আলমগীর বলেন, ‘এই জমি সরকারি। কিন্তু এই বেল্লাল সে নিজের জমি দাবী করে প্রভাব খাটিয়ে আজ রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এখন দূর্ভোগে পরেছি। এই রাস্তার উপর দিয়ে যারা হাঁটি তাদের কাছে জমির দাম অনুসারে ৮ লক্ষ টাকা দাবি করে।
বরিশাল সিটি কলেজ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা আমেনা আক্তার বলেন, ‘আমার কলেজে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বেল্লাল হাওলাদারকে একাধিকবার রাস্তার উপর বেড়া সরানোর জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তিনি কোন ব্যবস্থা করেনি।
বেল্লাল হওলাদার বলেন, ‘এখানে জমি পরিমান সাড়ে ৬ শতাংশ। জমির মাঝখান থেকে রাস্তাটি নির্মাণ কারা হয়েছে। এখন জমিটি আমি কোন কাজে ব্যাবহার করতে পারছি না। জমির উপর দিয়ে যাতায়াতকারী যারা আছে তাদের বলেছি রাস্তা একটি পাশ থেকে নির্মাণ করার জন্য। কিন্তু কেউ কোন ব্যবস্থা না নিলে আমি রাস্তার উপর দিয়ে বেড়া দিয়েছি। এখন রাস্তা যদি এক পাস দিয়ে তৈরি করে তবে আমি জমি দিতে পরি।’
তিনি আরো বলেন, ‘এই জমি আমার বাবার নামে। আমার কাছে জমির রেকর্ডসহ সকল কাগজপত্র আছে। জমিটি এনিমি করা হলে তার বিরুদ্ধে ট্রাইবুনালে মামলা চলছে। এর সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রাস্তায় বেড়া দেওয়া থাকবে।’
একাধিক সূত্রে জানাগেছে, ‘ওই রাস্তার দিয়ে যাতায়েতকারীরা বেড়া সরাতে চাইলে বেল্লাল হাওলাদারের লোকজন একাধিকবার ভায়ভিতি দেখিয়েছে।’