বরিশালে ১০ আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আয়োজনে শনিবার সকাল ১১ টার দিকে নগরীর বিডিএস মিলনায়তনে ১০ আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কমিশনার বাংলাদেশ গার্স গাইডস্ এসোসিয়েশন ও অতিরিক্ত সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্স গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চল রাবেয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইনসহ বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা ১০ আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২২ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।