বিসিসি’র নিজস্ব তহবিলে নির্মিত সড়ক উদ্বোধন

বিসিসি’র নিজস্ব তহবিলে নির্মিত সড়ক উদ্বোধন

বরিশাল নগরীর কালীজিরা গুর্গা বাড়ির পোল থেকে টিয়াখালী স্কুল পর্যন্ত নব নির্মিত ২.৪ কিলোমিটার সড়কের উদ্বোধন হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারী) বিকেলে গুর্গা বাড়ির পোল এলাকায় ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,এ সড়কের উদ্বোধন করেন। এর ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। উদ্বোধনের সময় মেয়র ছাড়াও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার এবং ঠিকাদার মো. মাহফুজ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার জানান, গুর্গা বাড়ির পোল থেকে সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হয়ে টিয়াখালী স্কুল পর্যন্ত ২.৪ কিলোমিটার সড়কের বেহাল দশা ছিলো। এতে ওই এলাকার হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সম্প্রতি সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ওই সড়কটি ডেঞ্চ কার্পেটিং করা হয়। সড়কটি নির্মিত হওয়ায় ওই এলাকার জনগনের দুর্ভোগ দূর হয়েছে।