বিসিসি এলাকায় ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শুরু

আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) বরিশাল সিটি করপোরেশন এলাকায় করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। তাঁর মধ্যে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল সদর হাসপাতাল, বরিশাল পুলিশ হাসপাতালে টিকা প্রদান করা হবে। বরিশালে প্রথম টিকা নেবেন ডাঃ পিযূস কান্তি দাস এবং বরিশাল মেডিকেলের সাবেক অধ্যক্ষ। ওই তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবনে ওই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
বিসিসি মেয়র সংবাদ সম্মেলনে জানান, করোনা সুরক্ষায় নির্ভয়ে সুরক্ষা আপসের মাধম্যে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহন করতে হবে। ১৮বছরের নিচে কেউ ভাকসিন কেউ গ্রহন করতে পারবে না। ৫৫বছর বয়সের উর্ধে যারা তাঁরা পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভ্যাকসিন প্রদান শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই কার্যক্রম চলবে।
বিসিসি মেয়র আরো বলেন, দশ হাজার (১০) হাজার ভ্যাকসিন বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে বিসিসির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেয়া হবে। অনলাইনে নিবন্ধন না করতে পারলে বিসিসির ওয়ার্ড বুথের মাধ্যমে নিবন্ধন করার আহবান জানান তিনি।
বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে ২জন দক্ষ কর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক থাকবে। নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী, সিটি করপোরেশন থাকবেন। বরিশাল জেলায়ও একই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল সিভিল সার্জন, বিসিসির প্যানেল মেয়র সহ কর্মকর্তারা ও গন্যমাধ্যম কর্মীবৃন্দ।