বিসিসি নির্বাচনে মাঠে নেমেছেন ফয়জুল করীমের ছোট ভাই

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে যদি কোন ত্রুটি থেকে থাকে তা মোকাবেলা করতেই এবার মাঠে নেমেছেন প্রার্থীর ছোট ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। এতে রাজনৈতিকবিদরা মনে করছেন ইসলামী আন্দোলন একটি সাবধানী চাল চেলেছেন। যাতে করে তারা নির্বাচনী মাঠ দখলে থাকতে পারেন।
দলটির নেতারা বলছেন, এটি কোন দ্বন্দ্ব বা বিবাদ নয়। রাজনৈতিক কৌশল হিসেবে দলীয় মনোনয়ন পাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল মহানগরের সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ছোট ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের নির্বাচন কমিশন থেকে ওই মনোনয়ন সংগ্রহ করেছেন। এতে করে নির্বাচনী মাঠে দলটির রাজনীতি আর চাঙ্গা হবে বলেও মনে করেন তারা।
মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সভাপতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী জানান, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মনোনয়ন পেয়েছেন। কিন্তু তার ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরও নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটা কোন বিবাদ না। আপনারা অবগত আছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বাছাইতে গিয়ে বাতিল হয়েছে। তার মায়েরটা বৈধতা পেয়েছে। তাই বরিশালে এ ধরনের সম্ভাবনা দেখা দিতে পারে। কারন অসম্ভবকেও যে এখন সম্ভব করা হয়। তাই এটা নির্বাচনী কৌশল হিসেবে মনোনীত প্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলনের অপর নেতার মনোনয়ন সংগ্রহ করেছেন।
সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জনিয়েছেন, সৈয়দ এছহাক সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে সিটি নির্বাচনের উৎসব এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের মধ্যে দেখা যায়নি। তাই এবার তারা ঘোষণা দিয়েছেন তাদের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সংবর্ধনা দিবেন। আগামী ৮ মে বরিশাল নগরীর গড়িয়ার পার থেকে দলের নেতাকর্মীরা প্রার্থীকে নিয়ে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে বরিশাল নগরীরর জিলা স্কুল মোড়ে অবস্থান করবেন। পরে সেখানে ভ্রম্যমান মঞ্চে বসেই তাকে সংবর্ধনা দেওয়া হবে। আর সেই সাথে নগরবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এমনটাই জনিয়েছেন দলটির সূত্র।
এ বিষয়ে বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী জানান, বার্তমানে প্রার্থী পূর্ব নির্ধারিত কিছু অনুষ্ঠানে জন্য ঢাকায় অবস্থান করছেন। আগামী ৮ মে বিকেলে নগরীর গড়িয়ার পার থেকে দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রার্থীকে নিয়ে বরিশাল শহরে আসবেন.