ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতার ঘটনার দ্রুত বিচারপূর্বক ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

গতকাল বৃহষ্পতিবার বিকেল ৪টায় বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর ওই স্মারকলিপি প্রদান করে মহিলা পরিষদ নেতৃবৃন্দ।


স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, কার্যকরী কমিটির মরিয়ম বেগম, সদস্য হোসনে আরা, প্লাবনী ইয়াসমিন ও প্রোগ্রাম এক্সিবিকউটিভ শুক্লাদাস।