বিসিসি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি

বিসিসি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি

বরিশাল সিটি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি)এর বরিশাল কমিটির  নেতৃবৃন্দ।]

বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে ওই সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নবনির্বাচিত বরিশাল কমিটির সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়রের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এছাড়া সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রকাশনা সম্পাদক মো: নাজিম মোল্লা , সাইদুজ্জামান সুজন, প্রসেনজিৎ দাস অপু প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল হক পিন্টু বলেন-বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল কমিটির নেতৃবৃন্দ বরিশাল সিটি মেয়র ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উপদেষ্টা সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহর সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে সংগঠনের সাংগঠনিক কর্মকা- গতিশীল করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি বরিশাল কমিটির উপদেষ্টা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।