বরিশালে পুনাকের পক্ষ থেকে করোনা দুর্গত পরিবারে অর্থ সহায়তা প্রদান

বরিশালে করোনা দুর্গত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তায় নিয়ে এগিয়ে এসেছেন মেট্রোপলিটন পুলিশের সংগঠন ‘পুনাক’। সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা হিসেবে দেড় লক্ষ টাকা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার পুনাকের সভানেত্রী আফরোজা পারভীন আনুষ্ঠানিকভাবে নগদ দেড় লক্ষ টাকা পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের হাতে তুলে দেন। পুনাক সভানেত্রী আফরোজা পারভীন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সহধর্মিণী।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মো. জাহাঙ্গীর মলি¬ক, পুনাক বিএমপি দপ্তর সম্পাদক প্রকৌশলী নিশাত সিদ্দিক (সহধর্মিণী আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি), সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার উত্তর), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস), পুনাক বিএমপি সদস্য তাহমিনা এ্যানি (সহধর্মিণী রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি ডিবি)সহ বিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।