বেনাপোল চেকপোস্টে ই-গেট উদ্বোধন

বেনাপোল চেকপোস্টে ই-গেট উদ্বোধন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের (ই-গেট) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকেলে তিনি ই-গেটের উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন, তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা এমআরপি পাসপোর্টে প্রবেশ করেছিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ আমরা ই-পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের স্বনামধন্য জার্মানির একটি কোম্পানি আমাদের ই-পাসপোর্টে সহযোগিতা করেছে। শুধু ই-পাসপোর্টই নয় ই-গেট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্য স্থানের মতো আজ বেনাপোলে চেকপোস্টে ই-গেটের উদ্বোধন করা হলো।

মন্ত্রী আরও বলেন, আমরা পরবর্তীকালে ই-ভিসায়ও চলে যাচ্ছি। ই-ভিসা ও অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন পেলে আরও দ্রুত আমাদের বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশনে সার্ভিস পাওয়া যাবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফল। এখন আমরা তারই ঘোষণায় স্মার্ট বাংলাদেশে যাচ্ছি।