বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপন

বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপন

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার  (২ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিন উল আহসান, বিশেষ অতিথি পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

এসময় বক্তারা ভোটার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী ও টিম লিডার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড হস্তান্তর ও কর্মকর্তাদের ভোটার আইডি কার্ড হস্তান্তর করা হয়।