ব্যর্থতার গোলক ধাঁধা থেকে বেরোতে পারলেন না তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে তার রান ছিল ০ ও ১৯। বুধবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেও ভারপ্রাপ্ত অধিনায়ক সুপার ফ্লপ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরলেন মাত্র ২ রান করে।
টানা ব্যর্থতার মধ্যে একটা জায়গায় সফল হলেন তামিম। শেষ ছয় ইনিংসে বোল্ড আউট হয়েছিলেন। এদিন অবশ্য ফিরলেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। বোল্ড আউট তো এড়াতে পারলেন!
আগে ব্যাট করে বাংলাদেশকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে তামিমের ওপেনিং সঙ্গী হলেন এনামুল হক বিজয়। এই সিরিজে যিনি প্রথম সুযোগ পেলেন। সচরাচর তামিম স্ট্রাইক নিলেও এদিন বিজয় স্ট্রাইক নিলেন। হয়তো অফব্রেক বোলার শিহান জয়াসুরিয়াকে প্রথমেই মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেতে চাইলেন তামিম।
তবে কাসুন রাজিথার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান তামিম। ৬ বলে ২ রান করেন এই বাঁ-হাতি ওপেনার।
এ বছর খেলা ১৯ ইনিংসে তামিমের ফিফটি মাত্র তিনটি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ইনিংসে ফিফটি পেয়েছিলেন। সব মিলে পুরো আসরে ব্যর্থ। এরপর ব্যর্থ হলেন শ্রীলঙ্কার বিপক্ষেও।