ব্রজমোহন কলেজের ছাত্র অপহরণের অভিযোগ

ব্রজমোহন কলেজের ছাত্র অপহরণের অভিযোগ

বরিশালে আবু সুফিয়ান ইমু নামে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নগরীর নিউ কলেজ রোড এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয় বলে জানা গেছে। 

অপহৃত ইমু পটুয়াখালীর গলাচিপা পৌরসভার টিঅ্যান্ডটি রোডের বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে। বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থী কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের ৩০৯ নম্বর কক্ষে থাকতেন। 

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় ইমুর বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর-১৪৭১)।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইমুর বন্ধু জুবায়ের মাহমুদ ফোন করে জসীম উদ্দিনকে জানান যে, অজ্ঞাতনামা তিন ব্যক্তি জোরপূর্বক কলেজ রোড এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে তার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে। সে সময় ইমুর দুটি ফোন নম্বরে কল করলে সেগুলো বন্ধ দেখায়। তবে মাঝে মাঝে নম্বরগুলো খোলাও পাওয়া যায়। পরবর্তীতে অনেক চেষ্টা করেও ইমুর সন্ধান না পেয়ে জিডি করা হয়।