বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী লোডসেডিং এর প্রতিবাদে ও ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের  গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। 
 
সোমবার বেলা ১২টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বরে জেলা স্বেচ্ছসেবক দলের আয়োজনে সমাবেশ করে ।

জেলা স্বেচ্ছসেবক দলের সহ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবির আবদুল্লাহ সাদি, যুগ্ন সাধারন সম্পাদক রবিউল আউয়াল শাহিন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ভোলায় পুলিশ নেতাকর্মিদের উপর গুলি করে আবদুর রহিমকে হত্যা করেছে।  এই হত্যার বিচার দাবি করে পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানান।

এদিকে সমাবেশ পূর্বে নগরীর সদর রোডে এক বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যলয় গিয়ে সমাবেশ করে তারা।

সমাবেশ কে কেন্দ্র করে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখক পুলিশ।