ভাণ্ডারিয়ায় ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারির উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরামের সহযোগীতায় স্থানীয় খন্দকার ইঞ্জিয়ার মোশারফ হোসেন অডিটরিয়ামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯ তম প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি - জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। আরো বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার খান এনায়েত করিম, জাতীয় পার্টি - জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি - জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি তদন্ত মেহেদি হাসান, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রে নাথ বসু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন শাহীন, উপজেলা স্কাউট সম্পাদক মো. শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক শঙাকর জীৎ সমদ্দার,রিয়াজ মাহাম্মুদ মিঠু,মো. সগির হোসেন, মো. লাকমান হোসেন,ইত্তেফাক পাঠক ফোরোমের উপজেলা সহসভাপতি বাবুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিপু সাহা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সীমা রানী ধর বলেন, দৈনিক ইত্তেফাক দেশ স্বাধীনে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা স্বাধীনতা পরবর্তী সময়েও তার গুণগত মান ধরে রেখেছে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা একান্ত আবশ্যক বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার খান এনায়েত করিম বলেন,পূর্ব বাংলা স্বাধীনে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ছদ্মনামে মোছাফির কলাম লেখনির মাধ্যমে সর্বশ্রেণির মাণুষের মধ্যে জনতম গড়ে তোলার ফলেই আজ আমরা স্বাধীনতার ৫০বছর সুবর্ণ জয়ন্তী পালন করতে সক্ষম হয়েছি। ইত্তেফাক অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ৬৯বছরে। শুরু থেকে এ পর্যন্ত ইত্তেফাক তার লেখনির গুণগত মান ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই এর উত্তর’র সমৃদ্ধীও কামনা করেন তিনি।এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষ, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।