ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়

সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হচ্ছে। তিনি নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন, এটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। সেই মতো বিরাট কোহলিদের নতুন কোচ হিসেবে দ্রাবিড়ের নাম আগে থেকেই আলোচনায় ছিল।
এমনকি এক রকম নিশ্চিতই ছিল সব। এবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানাল তাদের সিদ্ধান্তের কথা। বিসিসিআই সভাপতি ও দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘ভারতের প্রধান কোচ হিসেবে বিসিসিআই রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে। খেলোয়াড়ি জীবনে রাহুল ছিলেন ভারতের বড় তারকা, খেলাটার কিংবদন্তিদের একজন। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।’
বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজ দিয়েই শুরু হবে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় অধ্যায়।
দায়িত্ব প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া পরম সম্মানের। কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছি।’