ভারপ্রাপ্ত সভাপতি পাওয়ায় বরিশালে ছাত্রদলের আনন্দ

ভারপ্রাপ্ত সভাপতি পাওয়ায় বরিশালে ছাত্রদলের আনন্দ

বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি তারেক-আল ইমরানকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ায় নগরীতে আনন্দ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের ব্যানারে বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন কলেজ ইউনিট ছাত্রদল সদস্যদের অংশগ্রহনে বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের সিটি কলেজ মাঠ থেকে জেলা ছাত্রদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাইমুল হাসান সোহেল, ফকরুল ইসলাম রাজু, তারেক আজিজ ও রাসেল হাওলাদার প্রমুখ।

বক্তারা জেলা ছাত্রদলের বিতর্কিত সভাপতি মাহফুজুল আলম মিঠুর পদ স্থগিত করে সহসভাপতি তারেক-আল ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সাথে তারা বেগম জিয়ার মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি জেলা ছাত্রদলের সভাপতি মিঠুর বিরুদ্ধে ছাত্রদলের বিভিন্ন কমিটিতে পদ দেয়ার কথা বলে অর্থ বানিজ্যের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রিয় কমিটি সু-নির্দিস্ট অভিযোগের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর জেলা সভাপতি মিঠুর পদ স্থগিত করে।