বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ইজি ফ্যাশনসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ইজি ফ্যাশনসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা

‘নো মাস্ক, নো সার্ভিস’ নিয়ম কার্যকর করতে বরিশালে ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ২৭ জন মাস্কবিহীন ব্যক্তি এবং  ইজি ফ্যাশন হাউসসহ ৬ প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড, জেলখানা মোড়, হাসপাতাল রোড ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৭জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন। 

অপরদিকে রোমানা আফরোজের ভ্রাম্যমান আদালত নগরীর বেলতলা, ভাটিখানা, স্বরোড ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১০জন ব্যক্তিকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন। 
অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত আর্থিক দন্ডপ্রাপ্ত মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরন এবং করোনা সংক্রামন থেকে বাঁচতে সকলকে সচেতন করেন। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজ।