ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুন ও নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

বিপ্লব বিজয় বলেন, রবিবার রাতে লালবাগ থানায় মামলাটি করা হয়। অভিযোগকারী ও অভিযুক্তদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

নুরুল হক নূর ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পরের বছর ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।