বরিশালে শিক্ষার্থীদের পরীক্ষার শুরুর দাবি

বরিশালে শিক্ষার্থীদের পরীক্ষার শুরুর দাবি


বরিশালে পরীক্ষা শুরুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার এ দাবী জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (২৫ জানুযারি) বেলা পৌনে ১১টায় সাধারন শিক্ষার্থীর ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে সড়কে মানববন্ধন করে। মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করে। 
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে।

 শিক্ষার্থীরা জানায়, (২০১৬-২০১৭) চতুর্থবর্ষ, (১৭-১৮) ৩য় বর্ষ, (১৮-১৯)২য় বর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ ৩ বছর যাবত করোনা মহামারীর প্রাদুর্ভের কারনে একই শ্রেণীতে অধ্যায়নরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেয়া হয়েছে।

তারা আরো জানিয়েছে, ২/৩টি বিষয়ের পরীক্ষা তাদের আটকে রয়েছে। তাছাড়া বানিজ্যমেলাসহ নানা কর্মকান্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান। কলেজ অধ্যক্ষরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে সঙ্গে কথা বলে সিধান্ত নিবেন বলে জানিয়েছেন তারা।