ভোটাররা ঘুম থেকে ওঠে না বলে ৮টার ভোট ৯টায়

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়। যদিও প্রতিটি নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। চসিকের নির্বাচন শেষ হবে ৫টায়।
সকাল ৮টায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ায় এ সিদ্ধান্ত বলে রোববার জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাংবাদিকদের এমনটা জানান তিনি।
তিনি বলেন, সকালে ভোট হলে ভোটার উপস্থিতি কম দেখি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। এজন্য কমিশন এটা ৮টা থেকে ৯টা করেছে।
ঢাকা সিটি নির্বাচনের পর ভোটের হার কম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব আলমগীর বলেন, ভোটাররা কাদের দোষে ভোটকেন্দ্রে যান নাই, যারা যান নাই এটা তাদেরকে জিজ্ঞেস করেন। তারাই ভালো বলতে পারবেন।