মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরের চাবি পাবে ১০৭ ভূমিহীন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প-২ এর ১০৭টি গৃহের চাবি ও ঘর হস্তান্তরের দলিল (২১ জুলাই) বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকৃত উপকার ভোগীদের হাতে তুলে দিবেন।
এ উপলক্ষে সারা দেশের মত মঠবাড়িয়া উপজেলার হলরুমে এদিন সকাল ১০টায় ১০৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নিয়ে প্রস্তুত থাকবে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী নির্দেশনার পাওয়ার অপেক্ষায়। ভার্চুয়্যালিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সাথে সাথে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন গৃহহীনদের হাতে নবÑনির্মিত ঘরে চাবি ও কাগজপত্র হস্তান্তর করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক দৈনিক ভোরের আলোর প্রতিনিধিকে জানান, মুজিববর্ষ উপলক্ষে মানননীয় প্রধানমন্ত্রীর উপহার দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক-শ্রেণির তালিকাভুক্ত ১০৭টি পরিবারকে আগামীকাল দুই কক্ষ বিশিষ্ট সেমি-পাকা একক গৃহ হস্তান্তর করা হবে। এরমধ্যে উপজেলার সাপলেজা ইউনিয়নের গুচ্ছে ৪৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার, বড়মাছুয়া ইউনিয়নে ৩৫টি, তুষখালী ইউনিয়নে ২২টি ও আমড়াগাছিয়া ইউনিয়নে ৩ টি ভূমিহীন-গৃহহীন পরিবার ঘরের চাবি ও গৃহের দলিলসহ প্রয়োজনীয় কাজগজপত্র পাবে।
এসময় তিনি আরও বলেন, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মঠবাড়িয়া উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার প্রক্রিয়ায় রয়েছি। সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যেই মঠবাড়িয়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত এলাকা ঘোষণা করতে পারব।
উল্লেখ্যঃ এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের মত মঠবাড়িয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্য়ায়ের ধাপগুলোতে মোট ৩৮১টি এবং তৃতীয় পর্যায়ের ১ম ধাপে ৫৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ একক ঘর হস্তান্তর করেণ