মঠবাড়িয়ায় বেপরোয়া বাসের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রোহান পরিবহনের বেপরোয়া চলন্ত যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. মিলন হাওলাদার (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ওই বাসটিতে বিক্ষুদ্ধ জনতা আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার গুদিঘাটা মাতুব্বর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে মিলন বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। এ সময় গুদিঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রোহান পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিলন হাওলাদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ বাসটি জব্দ করে উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে রাখে। এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। বাসের সব আসন পুড়ে গেছে। এদিকে দুর্ঘটনায় মিলন হাওলাদার নিহত হওয়ার খবর শুনে তাঁর সহপাঠীরা তুষখালী কলেজের সামনে মঠবাড়িয়া-চরখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে আটক করার চেষ্টা চলছে।