মঠবাড়িয়ায় হানিফ এর বেপরোয়া গতিতে নিহত

মঠবাড়িয়ায় হানিফ এর বেপরোয়া গতিতে নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র একদিনের ব্যবধানে বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় আবারও একজনের নিহতের খবর পাওয়া গেছে।

এবারের সড়ক দুর্ঘটনাটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বেপরোয়া চলন্ত বাসের ধাক্কায় হারুন-অর-রশিদ শেখ (৫১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুত্ব আহত হন আরও দুইজন। এর আগে গত ১৮ মে এই একই সড়কের মঠবাড়িয়া গুদিঘাটা নামক স্থানে রোহান পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় কেড়ে নেয় এক কলেজ ছাত্রের প্রাণ।

আজ শুক্রবার (২০ মে) বেলা ১১ টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের রাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতের ছেলে আহসান ও নাতি লিমন আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহত হারুন-অর-রশিদ শেখ (৫০) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক ও পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইনিয়নের গড়ঘাটা গ্রামের গহর আলী শেখের পুত্র।

স্থানীয় জাফর ফকির জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস চরখালী- মঠবাড়িয়া সড়কের রাঙ্গাপোল নামক স্থানে এলে মঠবাড়িয়ার দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী পিরোজপুরের জেলা দায়রা জজ আদালতের অফিস সহায়ক হারুন অর রশীদ শেখ মারা যায়। মোটরসাইকেলের অপর যাত্রী নিহত হারুনের ছেলে আহসান এবং চালক নাতি লিমন আহত হয়।

আহত ২ জনকে মঠবাড়িয়ার সাফা এলাকার রাজ্জাক নামক একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।