মঠবাড়িয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

মঠবাড়িয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা। উপজেলা প্রশাসন ও মঠবাড়িয়া সমবায় বিভাগের যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন”।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় প্রথমে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মাখনলাল দাস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী ভূমি কমিশনার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান অধ্যক্ষ আজিম-উল-হক, মঠবাড়িয়া শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির সভাপতি শিক্ষক নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর-রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ১৯০৪ সালে সমবায় আইন অনুসারে মঠবাড়িয়ায় ১৯২৬ সালে সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মঠবাড়িয়ায় ১৩৭ সমবায় সমিতি রয়েছে। এসব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।