মন্দিরে হামলাকারীরা কঠোর শাস্তি পাবে

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ‘কথিত’ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যারা মন্দিরে হামলা করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মন্দিরে হামলা করছে, শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। তারা এমন শাস্তি পাবে, যাতে ভবিষ্যতে হামলা করার সাহস না পায়। ’
এসময় পূজায় উদযাপনের জন্য আসা দর্শনার্থীরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ এবং মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল।