মহান বিজয় দিবসে প্রজ্ঞা ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলী

আজ ১৬ই ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস। ১৯৭১ এর আজকের এই দিনে পাক হানাদারদের আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের বিজয় প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে লাখো বাঙালীর মুক্তিযুদ্ধে অংশগ্রহন ও লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়। পৃথিবীর বুকে সার্বভৌম বাংলাদেশের বিজয়ের পতাকা উত্তোলিত হয়।
সারা দেশব্যাপী আজ ভোর রাত থেকে মহান বিজয় দিবসের নানা আয়োজন পালিত হয়। বরিশালেও জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, চিরন্তন মুজিব ভাষ্কর্যের ভিত্তি প্রস্তর উদ্বোধন সহ নানা অনুষ্ঠান পালিত হয়। মহান বিজয় দিবসের সুপ্রভাতে উক্ত আয়োজনে অংশ নেয় বরিশালের সরকারি, বেসরকারি, সামাজিক প্রতিষ্ঠান সহ সর্বোস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় বরিশালের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজ্ঞা ফাউন্ডেশন” অংশ নেয় শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও চিরন্তন মুজিব ভাষ্কর্য এর ভিত্তি প্রস্তর উদ্বোধন প্রোগ্রামে।
উল্লেখ্য, প্রজ্ঞা ফাউন্ডেশন বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রায় চার বছর ধরে বিভিন্ন সামাজিক, মানবিক, উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে নিজস্ব গতিতে সদস্য ও শুভানুধ্যায়ীদের অর্থায়নে।