মহান মে দিবস পালন করবে টিউসি

১লা মে মহান মে দিবস। শ্রমিকদের দাবি আদায়ের এই দিনটি যথাযথভাবে পালন করবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল। ১লা মে সকাল ৯টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির উদ্যোগে নাজির মহল্লার মোড়ে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, মে দিবসে সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত, কলকারখানা, দোকান পাট, শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, বাঁশখালী, রানা প্লাজা, তাজরিন গার্মেন্টসসহ সকল শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশনের ১২১ অনুচ্ছেদ অনুযায়ী শ্রম আইনের বাস্তবায়ন, ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদান, লকডাউনে কর্মহীন শ্রমিকদের খাবারের ব্যবস্থা নিশ্চিত কর, শ্রমিকদের কমপক্ষে ৩ মাসের ঘরভাড়া মওকুফ কর। সকল শ্রমিকের নিয়োগপত্র, সার্ভিস বুক দিতে হবে। সকল মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি বন্ধের প্রত্যাশা করা হয়।
১লা মে মহান মে দিবসের গণজমায়েতে বরিশালের সকল শ্রমিকদের উপস্থিত থেকে দাবি আদায়ের লড়াইয়ে সামিল হওয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ।