মাদক মামলায় একজনকে ৭ বছরের কারাদন্ড

নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় গৌরনদীর মাদক ব্যবসায়ী মাহবুব আলম কুট্টিকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
গত বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মাহবুব আলম কুট্টি উপজেলার টরকি চর খেয়াঘাট এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাফার আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে কুট্টির নিজ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ১৭ মে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নোমান আদালতে চার্জশটি জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।