মাদারীপুরে অভিযানে জেএমবি সদস্য গ্রেপ্তার

মাদারীপুরে অভিযানে জেএমবি সদস্য গ্রেপ্তার


মাদারীপুর থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ এর একটি আভিযানিক দল।

শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত জাবের হাওলাদার (২৬) ওই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

শনিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব ৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেএমবির এই সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে।