মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

জরিমানা ছাড়া সব প্রকার মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনার কারণে এর আগে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমাদানের শেষ সময় কয়েক দফা বাড়ানো হয়েছিল।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সম্প্রতি এ নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন আদেশে বলা হয়, বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে।