মাদারীপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত আটক

মাদারীপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত আটক

মাদারীপুর সদর থানার গোবিন্দপুর গ্রাম থেকে ২টি একনালা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ২টি তলোয়ার, ২টি চাপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি মুঠোফোন সেট. ৫টি সিমকার্ডসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।  রোববার দুপুরে র‌্যাব-৮ বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হঢ।

গত শনিবার সন্ধ্যায় ওই গ্রামের হাজী আব্দুস সালাম বেপারীর কলা বাগানের মধ্য থেকে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো. বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে নিজাম চৌকিদার (৩৭), গুলবুনিয়া গ্রামের মৃত খবির মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৬) ও ঘটকবাড়িয়া গ্রামের মৃত মোতালেব আকন্দের ছেলে সেলিম আকন্দ (৪২), মাদারীপুর সদর উপজেলার পুটিয়া গ্রামের সোবাহান ফকিরের ছেলে আলাউদ্দিন ফকির (২৭) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার হাসুয়া গ্রামের হারুন কাজীর ছেলে জাহাঙ্গীর কাজী (২৮)। 

র‌্যাব-৮ সদর দপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ৫জন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা ডাকাতির উদ্দেশ্যে গোবিন্দপুর গ্রামের একটি কলাবাগানে গোপন প্রস্তুতি গ্রহণ করছিলো। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। ধীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের অস্ত্রসহ মাদারীপুর সদর থানায় সোপর্দ করে অস্ত্র এবং ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।