মারা গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো

মারা গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো

ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি মারা গেছেন। ১৯৮২ সালে তিনি দেশটিকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার ভোরে ইতালীয় টিভি চ্যানেল আরএআই স্পোর্ট এ খবর নিশ্চিত করে। ওই টিভিতে ক্রীড়া বিশ্লেষক ছিলেন রসি।

আরএআই স্পোর্টের উপস্থাপক এনরিকো ভারিয়ালে এক টুইটে বলেন, ‘খুবই দুঃখের সংবাদ, পাওলো রসি আমাদের ছেড়ে চলে গেছেন। অবিস্মরণীয় পাবলিতো, যিনি ৮২ সালের গ্রীষ্মে আমাদের প্রেমে ফেলেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।’

রসির মৃত্যুর কারণ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

১৯৮২ সালে ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রসি। সেবার ফাইনাল ম্যাচে জার্মানিকে রুখে দেয় ইতালি। এটি ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়।

এই স্ট্রাইকার ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০টি গোল করেন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দুই বছরের জন্য তিনি নিষিদ্ধও ছিলেন। এরপর ফিরে এসে ৮২ সালের বিশ্বকাপে বাজিমাত করে দেন। ব্রাজিলের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক।

মৃত্যুকালে রসির বয়স ছিল ৬৪ বছর।


ভোরের আলো/ভিঅ/১০/১২/২০২০