মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের শাসক সুলতান ইব্রাহিম। আজ বুধবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে এক আয়োজনে শপথ গ্রহণের মাধ্যমে অভিষেক হয় তাঁর। এর মধ্য দিয়ে মালয়েশিয়ার ১৭তম রাজা হলেন তিনি। আগামী ৫ বছর দায়িত্ব পালন করবেন নতুন রাজা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মালয়েশিয়ায় রাজতন্ত্রের এক অভিনব ব্যবস্থা বিদ্যমান। দেশটির ৯টি রাজ পরিবারের প্রধান পর্যায়ক্রমে মালয়েশিয়ার রাজা হন, যিনি মালয় ভাষায় ‘ইয়াং দি-পাতুয়ান আগং’ বা ‘রাজধিরাজ’ নামে পরিচিত। এসব পরিবার থেকে চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।
জোহোরের শাসনভার পরিচালনার পাশপাশি সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের মধ্যেও একজন। রিয়েল এস্টেট, খনিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তাঁর। ইব্রাহিম বিলাসবহুল গাড়ি ও মোটরবাইকের বিশাল সংগ্রহের জন্যও পরিচিত। ৩০০টিরও বেশি বিলাসবহুল গাড়ি সুলতান ইব্রাহিমের সংগ্রহ রয়েছে। এসবের মধ্যে অ্যাডলফ হিটলারের দেওয়া একটি গাড়ি রয়েছে বলে কথিত আছে। তাঁর মোট সম্পদ ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।