সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে ইসিতে আওয়ামী লীগ

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে ইসিতে আওয়ামী লীগ

সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে জোটের অবস্থান জানাতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অবস্থান করছে আওয়ামী লীগ। আজ বুধবার দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছায় দলটির প্রতিনিধিরা।

তিন সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে দল বা জোটগুলোকে ইসিতে তাদের অবস্থান জানাতে হবে। ইসি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সদস্যদের তালিকা প্রস্তুত করবে।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ২১ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে দল, জোট বা স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান জানাতে হবে।

পাশাপাশি গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে।