মা হলেন মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভার কোলজুড়ে এলো ছেলে মাশা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ খবর জানালেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
প্রেমিক আলেকজান্ডার গিলকেস এবং পুত্রসন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন এ টেনিস তারকা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
নবজাতকের নাম রেখেছেন থিয়োডর দিলেন মাশা। ইনস্টাগ্রামে ছবিতে মারিয়া লিখেছেন, আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম।
চলতি বছরের এপ্রিল মাসেই মা হওয়ার খবর দিয়েছিলেন টেনিস দুনিয়ার গ্ল্যামারগার্ল।
ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় ডোপিংয়ের দায়ে নির্বাসিত রাশিয়ার এই খেলোয়াড়। তবে কামব্যাক করে আর সাফল্য পাননি। এরপর ২০২০ সালে টেনিস থেকে অবসর নেন। এর পরই জানিয়ে দেন ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে পাচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মারিয় শারাপোভা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন তিনি। এর পর ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে ফরাসি ওপেনে নিজের নাম লিখিয়েছিলেন শারাপোভা।