মিরপুরে ৩ চাঁদাবাজ গ্রেফতার, হেরোইনসহ অস্ত্র উদ্ধার

রাজধানীর মিরপুরে মাদকসহ ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিরপুর ১০ নম্বর রব্বানী হোটেলের ২য় তলায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম শাহিন ইসলাম জীবন, রাশেদুল ইসলাম রাশেদ এবং মো. জনি। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১৫০ পিছ ইয়াবা, মাদক বিক্রয়ের ৩৩,৪০০ টাকা, ইয়াবা সেবনের জন্য ফয়েল পেপার এবং পিস্তল সদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মিরপুরের ফুটপাতসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ রোমন বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ ৩ চাঁদাবাজকে আটক করা হয়েছে।