রায়পুরে গণপাঠাগার বন্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্তে ক্ষোভ

রায়পুর শহরে অবস্থিত একমাত্র গণপাঠাগার (পাবলিক লাইব্রেরি) ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্তে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্র-শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের মধ্যে।
গত প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে এই পাঠাগারটি এবং সেখানে সমস্ত বই সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের নীচতলায় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিক্ষানুরাগী আবদুর রবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক এবং সমাজসেবকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ছাত্র প্রতিনিধি নাঈম ও আনোয়ার হোসেনের নেতৃত্বে ইউএনও ইমরান খানকে স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, নতুন পরিকল্পনায় পাঠাগারটি দ্বিতীয় তলায় স্থানান্তর হবে এবং নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠান চালু হবে।
তবে বিভিন্ন সংগঠন ও বইপ্রেমীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের মতে, লাইব্রেরি বন্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করা পাঠের পরিবেশ নষ্ট করবে এবং শিক্ষার ক্ষতি ঘটবে।
সাংস্কৃতিক সংগঠক আবদুর রব বলেন, “পাবলিক লাইব্রেরি বন্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান চালানো একটি অপ্রত্যাশিত ও হতাশাজনক সিদ্ধান্ত। এটি দ্রুত বাতিল করা উচিত।”
এই বিষয়ে ভবিষ্যতে আরো কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ ছাত্ররা।