মুলাদীতে ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাঁধা দেয়ায় গাছুয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল রানার নেতৃত্বে একদল নেতাকর্মী যুবলীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় যুবলীগ নেতাকর্মীরা তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের দেখে নেয়ার হুমকি দেয় ছাত্রলীগ সভাপতি জুয়েল। এনিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু অভিযোগ করেন, গাছুয়া বাজার সংলগ্ন ইউনিয়ন যুবলীগের কার্যালয় ১৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়। ওই কার্যালয় থেকে ইউনিয়নে যুবলীগের সাংগঠনিক ও কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। গত মাস ধরে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ওই কার্যালয়ে তাস এবং কেরাম বোর্ড দিয়ে নিয়মিত জুয়া খেলে আসছিলো। এ নিয়ে প্রায়ই হট্টগোল হতো কার্যালয়ে। স্থানীয় মুরব্বিরা এ নিয়ে অভিযোগ দিয়ে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে গত রোববার যুবলীগ কার্যালয় থেকে তাস ও কেরাম বোর্ডসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ফেলে দেয়া হয়। একই সাথে কেউ জুয়া খেললে তাকে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দেয়া হয়। এতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আজম আকন, ছাত্রলীগ নেতা আলআমিন ও মো. পাপ্পুসহ তাদের অনুসারীরা ক্ষিপ্ত হন। তাদরে ইন্ধনে ছাত্রলীগ সভাপতি জুয়েল গত মঙ্গলবার বিকেলে একদল নেতাকর্মী নিয়ে যুবলীগ কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। যুবলীগ নেতাকর্মীরা বাঁধা দিলে তাদের হুমকী দেয় ছাত্রলীগ সভাপতি।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল বলেন, তালা দেয়া হয়েছে গাছুয়া ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়। সেখানে স্থানীয় কয়েকজন যুবলীগ নেতা আসা যাওয়া করতেন। সেখানে যুবলীগের কোন কার্যালয় ছিলো না। অভিযোগ ছিল ছাত্রলীগ কার্যালয়ে জুয়া খেলার। জুয়ারীদের খপ্পরে পড়ে স্থানীয় কিছু যুবক ও তরুণ ধ্বংসের পথে যাচ্ছিলো। এসব বিবেচনায় ছাত্রলীগ কার্যালয় তালা দেয়া হয়েছে।
মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।