মুলাদীতে কেন্দ্রীয় যুবদল নেতা এ্যাড. ইউনুস আলী রবির গাড়ী বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ

মুলাদীতে কেন্দ্রীয় যুবদল নেতা এ্যাড. ইউনুস আলী রবির গাড়ী বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ

মুলাদীর কৃতি সন্তান এ্যাড. সৈয়দ ইউনুস আলী রবি সারা বাংলাদেশে হামলা-মামলার স্বীকার বিএনপির নেতাকর্মীদের সুপ্রিমকোর্টে আইনি সহায়তা দেয়ার খেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রাখায় কেন্দ্রীয় যুবদলে সহ-আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়।

শুক্রবার সকাল ১০টায় মুলাদীর কৃতি সন্তান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবি নিজ এলাকা মুলাদীর মৃধারহাট খেয়াঘাটে পৌছলে তাকে তাকে আনার উদ্দেশ্যে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে মটরসাইকেল ভাংচুর ও নেতাকর্মীদের মারপিঠ করে ছত্রভঙ্গ করে দেয়। 

বেলা ১১টার দিকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মৃধারহাট ঘাটে পৌছে কেন্দ্রীয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবিকে ফুলের মালা দিয়ে বরণ করেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম হাওলাদার, মুলাদী উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, সিনিয়র যুগ্ন-আহবায়ক নুরু মৃধা, পৌর যুবদল আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব বেল্লাল হোসেন সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

সংবর্ধনা শেষে তাকে নিয়ে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মুলাদীতে রওয়ানা করলে কলেজ গেট নামক স্থানে পৌছলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর আবারও হামলা চালায়। এসময় হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মটরসাইকেল ভাংচুর করা হয় বলে দাবী বিএনপির নেতাকর্মীদের। হামলার ঘটনায় বিএনপির প্রায় অর্ধশতাধীক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে বিএনপির নেতারা। ছাত্রলীগের হামলায় গুরুতর আহতরা হলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, যুবদল নেতা জসিম উদ্দিন সিকদার, ইদ্রিচুর রহমান অপু হাওলাদার, জাফর ইকবাল, অপু তালুকদার, মাসুম মৃধা, মিরাজ মৃধা, শাহাদাৎ হোসেন, রামিম হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস, মোঃ মহসিন সহ অর্ধশত নেতাকর্মীরা।