মঠবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

পিরোজপুরের মঠবাড়িয়ার চৌকি আদালতের লিগ্যাল এইড এর উদ্যোগে ‘‘জাতীয় আইনগত সহায়তা দিবস’’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখ সড়ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদলত চত্বরে শেষ হয়।
পরে মঠবাড়িয়া আইনজীবী চৌকিবার সমিতি মিলনায়তনে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান মোঃ কামরুল আজাদ এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ আরিফুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার শফিকুল আলম, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী রফিকুল ইসলাম বাবুল, দীলিপ কুমার পাইক, আতাউর রহমান, আবদুস সালাম, মোঃ জামাল হোসেন, নাসিম মাহমুদ, চিন্ময় গোলদার, আইনজীবী সহকারী আব্দুল আউয়াল, বিচার প্রার্থী মোঃ নবী হোসেন ও রুমি বেগম। এসময় চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান মোঃ কামরুল আজাদ বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে লিগ্যাল এইড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, অসহায় মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।