মূলধারার রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত হোক

মূলধারার রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত হোক

রাজনীতিতে নারীর নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ, ঝালকাঠি জেলা শাখার আয়োজনে ‘মূলধারার রাজনীতিতে নারীর অংশগ্রহণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর সহযোগিতায় এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বিগত কমিটিতে যেমন ঝালকাঠি জেলায় নারী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, আগামী কমিটিতেও সেই ধারা অব্যাহত থাকবে। কোটা পূরণের লক্ষ্য নিয়ে নয়, যোগ্যতা প্রমাণের মাধ্যমেই নারীকে রাজনীতিতে স্থান করে নিতে হবে।

আলোচনায় ঝালকাঠি জেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তাগণ বলেন, সব দিক থেকে নারীরা এগিয়ে থাকলেও রাজনৈতিক মূল দলের কমিটিতে নারীর অবস্থান খুবই সামান্য। দলীয় গঠনতন্ত্রে ৩৩ ভাগ নারী অন্তর্ভক্তির কথা উল্লেখ থাকলেও সে বিষয়ে অগ্রগতি উল্লেখ্যযাগ্য পরিমান নয়। আগামী কাউন্সিলে ঝালকাঠি জেলার সকল পর্যায়ের কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারীদের অন্তর্ভুক্তির জন্য উপস্থিত নারী নেতৃবৃন্দ জোর দাবি জানান। এছাড়াও তারা জেলা, পৌরসভা এবং উপজেলা পর্যায়ের যোগ্য নারী নেতাদের একটি তালিকা জেলা আওয়ামী লীগ বরাবর হস্থান্তর করেন।

ডিআই-এর বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের ম্যাধমে শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন সুরুজ, ডিআই ফেলো ইশরাত জাহান সোনালী, ডালিয়া নাসরিন ও শারমীন মৌসুমি কেকাসহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ।

‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় এই অনুষ্ঠানটি ইউএসএআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কোপ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়।

উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই আরও বেশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকবৃন্দ ও সংবেদনশীল সরকার সমূহকে সহায়তা প্রদান করছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহকে সাথে নিয়ে কাজ করছে।