মৃত চিকিৎসকের নামে প্যাথলজি রিপোর্ট

মৃত চিকিৎসকের নামে প্যাথলজি রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়ে কয়েক মাস আগে মারা যান মনিরুজ্জামান নামে একজন চিকিৎসক। অথচ মৃত এই চিকিৎসকের নামেই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেওয়া হচ্ছিল রাজধানীর শ্যামলীতে অবস্থিত হাইপোথাইরয়েড ডায়াগনস্টিক সেন্টার থেকে।

শনিবার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সোহেল রানা ও রাসেল নামে দুই কর্মচারীকে দুই বছর করে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল বাকের পলাতক রয়েছেন।

অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ বলেন, এই ল্যাবে মনিরুজ্জামান নামে একজন চিকিৎসকের নামে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেওয়া হত। এই চিকিৎসক কয়েক মাস আগে করোনাভাইরাসে মারা গেছেন, অথচ তার নামে প্রতিবেদন দেওয়া হত।

র‌্যাব কর্মকর্তা জানান, রক্ত পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিলেও তারা ভুয়া রিপোর্ট দিত। পরীক্ষা না করেই অনুমানের উপর রিপোর্ট দিত।

ল্যাব পরিচালনা করতে যেসব অনুসরণ করতে হয় তা মানা হতোনা জানিয়ে আশিক বিল্লাহ বলেন, বৈধ কোনো কাগজও নেই। ল্যাবের অবস্থাও করুণ।


ভোরের আলো/ভিঅ/০৮/২০২০