মৈত্রী ভলেন্টিয়ার্সের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবারহ

মৈত্রী ভলেন্টিয়ার্সের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবারহ

মৈত্রী ভলেন্টিয়ার্স বরিশাল এর পক্ষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার মৈত্রী ভলেন্টিয়ার্স বরিশালের পক্ষে নগরীর কাউনিয়াস্থ জানুকিসিংহ  রোডে করোনা আক্রান্ত রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।

এছাড়াও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট এবং খেয়াঘাটে মাস্ক ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ করে মৈত্রী ভলেন্টিয়ার্সের স্বেচ্ছাসেবীরা।

এসময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক জলিলুর রহমান, কাজি এনায়েত হোসেন শিবলু, সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, জাকির হোসেন, সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল, নজরুল ইসলাম তালুকদার, হাসিদুল ইসলাম ইমরান প্রমুখ। মৈত্রী ভলেন্টিয়ার্সের স্বেচ্ছাসেবীরা  জানান তাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।