সাংবাদিক নুরুল আলম ফরিদের কন্যার ইন্তেকাল

দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কাযনির্বাহী কমিটির সদস্য নুরুল আলম ফরিদের কন্যা ফারহানা সুলতানা উর্মি (৪০) বুধবার ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—রাজিউন)। উর্মি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
নুরুল আলম ফরিদ জানান, কয়েকদিন আগে তার মেয়ে উর্মি মস্তিস্কে রক্তক্ষরন হয়। এ অবস্থায় তিনি ঢাকা থেকে বরিশালে পিত্রালয়ে আসেন। বরিশালে তিনি চিকিৎসার জন্য একজন চিকিৎসকের কাছে বারবার স্বরনাপন্ন হলেও ওই চিকিৎসক করোনার অজুহাত দেখিয়ে উর্মির চিকিৎসা করেননি।
এদিকে নুরুল আলম ফরিদের মেয়ে উর্মি’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সহ সকল সদস্যবৃন্দ।