ময়লা-আবর্জনা ঝুড়িতে রাখার আহ্বান

ময়লা-আবর্জনা ঝুড়িতে রাখার আহ্বান
বরিশাল নগরে দোকান ও সড়কের পাশে এখন চোখ মেলে তাকালেই চোখে পড়বে ময়লার ঝুড়ি। কিন্তু এই ঝুড়িগুলোতে কেউ ময়লা ফেলছে না। ময়লা ফেলছে দোকানের সামনে কিংবা রাস্তায়। বরিশাল সিটি করপোরেশনের মেয়র মহাদয়ের দেওয়া ডাষ্টবিনের সর্বচ্চ ব্যবহার নিশ্চিত হলে নগর আবর্জনা মুক্ত হতে পারতো। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। শহরের প্রতিটা দোকানে ময়লা রাখার জন্য নির্দিষ্ট বক্স দেওয়া হয়েছে। ময়লার বক্স থাকা সত্যেও তা ব্যবহার হচ্ছে কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে। নগরের বিভিন্ন দোকানে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানে ময়লা ফেলার ঝুড়িগুলো দোকানের সামনে তো দূরের কথা দোকানেই নেই। আবার কিছু দোকানে ময়লার ঝুড়ি চোখে পরলেও দোকানের নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী রাখা হচ্ছে তাতে। আবার কোন কোন দোকানে ঝুড়িগুলো দোকানের মধ্য ঢাকনা বন্ধ অবস্থায় রয়েছে। দোকান মালিককে ময়লার ঝুড়ি সম্পর্কে জিজ্ঞেসা করলে তারা জানায় ঝুড়িগুলো শুধুমাত্র দোকানের ময়লা রাখার জন্য দেওয়া হয়েছে। আবার ময়লা ফেলার ঝুড়িগুলো দোকানের মধ্যে কেন জিজ্ঞেস করলে কিছু দোকান মালিক জানান এই ঝুড়িগুলোর যথাযত প্রয়োজন ও ব্যবহার সম্পর্কে অবগত নয় তারা। ময়লার ঝুড়িগুলো যদি দোকানের মধ্য না রেখে তা খুলে দোকানের সামনে রাখা হয় তাহলে পথচারীদের ব্যবহার উপযোগী হতো। অন্যদিকে প্রতিটা দোকানের সম্মুখ পরিস্কার থাকতো, প্রতিটা রাস্তা পরিস্কার রাখা সম্ভব হতো। সেই ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদারকি করা প্রয়োজন। বরিশাল সিটি করপোরেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে হয় তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। কিন্তু এই উদ্যোগ বাস্তবায়ন কেন হচ্ছে না সেটা দেখার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগকে দায়িত্ব নেওয়া উচিত।