সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে লাল সবুজ সোসাইটি। সরকারি শিশু পরিবারের শতাধিক সুবিধা বঞ্চিত নারীশিশুরে নিয়ে ওই ‘ফল উৎসব’ এর আয়োজন করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বরিশাল সরকারি শিশু পরিবার (বালিকা-দক্ষিণ) ফল উৎসবের আয়োজন করে।
ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আল মামুন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক জনাব মোঃ হাফিজুর, বরিশাল ১২নং ওয়ার্ডের কাউসিলর জাকির হোসেন (বুলু), ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দিপু হাফিজুর রহমানসহ আরো অনেকে।
প্রধান অতিথর বক্তব্যে জেলা প্রশাসক তিনি বলেন, সরকার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে শিশুরা ইচ্ছে করলেই তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। তিনি আয়োজক কমিটি লাল সবুজ সোসাইটির এমন উদ্যোগের প্রশংসা করেন ও পাশে থাকার আশ্বাস দেন।
ফল উৎসবে প্রায় ১২০জন সুবিধা বঞ্চিত শিশু অংশ নেয়। আয়োজনে দেশি ফলের মধ্যে আম, কাঠাল, কলা, আনারস, পেয়ারা, লটকন, কামরাঙাসহ আরো অনেক মৌসুমী ফল উপস্থিত ছিল। উৎসব সেজেছে নানা রঙের ও বর্ণের ফলে।