যশোরে ট্রাক চাপায় পরিবহন শ্রমিক নিহত

যশোরে ট্রাক চাপায় পরিবহন শ্রমিক নিহত

যশোর শহরের বেজপাড়ায় ট্রাক চাকায় পিষ্টে পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের বেজপাড়ায় গণপূর্তের উপবিভাগীয় অফিসের সামনে এঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন, যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকার মৃত রবিন্দ্রনাথ সাহার ছেলে বিমল কুমার সাহা (৫০)।

নিহত বিমলের ভাই পরিমল কুমার সাহা ও পরিবহন শ্রমিক ইউনিয়ানের যুগ্ন সম্পাদক ষষ্টী দত্ত জানান, বিমল মনিহার প্রেক্ষাগৃহ এলাকার দ্রুতি ও আনন্দ পরিবহনের কাউন্টারে চাকরি করেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।