মুলাদীতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

মুলাদীতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মুলাদীতে শান্তি সমাবেশ করেছে যুবলীগ।॥

মঙ্গলবার বেলা ১১টায় পৌর যুবলীগ নেতা হাজ্বী মোঃ মামুন হাওলাদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বেরহয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে মুলাদী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। 

মিছিল উত্তর শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা, উপজেলা আওয়ামীলীগ সদস্য মনিরুল হাসান খান টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমাম, পৌর যুবলীগ নেতা কাউন্সিলর জাফর মল্লিক, সেন্টু সুমন, রুবেল হাওলাদার সহ পৌর যুবলীগের নেতৃবৃন্দ।


 এছাড়াও উপজেলার কাজিরচর ইউনিয়নে ইউপি সদস্য যুবলীগ নেতা শামিম খানের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন যুবলীগ।